() translation by (you can also view the original English article)



ফটোশপের ৬০ সেকেন্ডের সিরিজে স্বাগতম, যেখানে তুমি ফটোশপের দক্ষতা, ফিচার অথবা টেকনিক শিখবে মাত্র ১ মিনিটেই!
লেয়ার ব্লেন্ড মোড
এডবি ফটোশপে তুমি কিভাবে দুটো লেয়ার ব্লেন্ড হবে একত্রে তা নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার কাজে লেয়ার ব্লেন্ডিং মোডের মাধ্যমে। লেয়ার প্যানেলের অন্তর্ভুক্ত এটি দ্বারা মাত্র কয়েকটি ক্লিকেই অনেক গুলো ডিজাইন এর সম্ভাবনার দ্বার খুলে যায় অনেকগুলো অপশনের মধ্যমে।
লেয়ার ব্লেন্ড মোডের মাধ্যমে অসাধারণ ফটো ইফেক্ট থেকে নন-ডেস্ট্রাক্টিভ ফটো এডিটিং পর্যন্ত সব প্রাথমিক ধারনাগুলো নিয়ে নাও নিচের এই ভিডিও থেকে।
আরেকটু ডিটেইল...
আরো এডবি ফটোশপ শিখে নাও এনভাটো টাটস+ হতে।
- নতুনদের জন্যে ফটোশপ টিউটোরিয়াল টিউটোরিয়াল সিরিজ
- ফটোশপ এসেনশিয়াল কোর্স
- এডবি ফটোশপের A থেকে Z
- ৬০ সেকেন্ডে নন-ডেস্ট্রাকটিভ ফটো এডিটিং
- ৬০ সেকেন্ডে ফটোশপঃ এডজাস্টমেন্ট লেয়ার
এনভাটো মার্কেটের ভিদিওর স্টকে নিজের ইফেক্টগুলো ব্যাবহার করে এক্সপেরিমেন্ট করতে ভুলো না!
৬০ সেকেন্ড?!
এটি টাটস প্লাসে ছোট ভিডিও টিউটোরিয়ালগুলোর নতুন সিরিজের অংশ। আমরা নতুন কিছু বিষয়ের উপর লক্ষ্য করছি, সবগুলো ৬০ সেকেন্ডের, যা তোমার শিখার ইচ্ছাকে মেটাবে। এই ভিডিও সম্পর্কে তোমার মতামত জানাও এবং ৬০ সেকেন্ডে আর কি কি দেখতে চাও তা আমাদের জানাতে ভুলোনা!