Bengali (বাংলা) translation by Shakila Humaira (you can also view the original English article)
লাইটরুম অ্যাকশন হচ্ছে একটি অসাধারন টুল যা আপনাকে যে কোন ইমেজে আপনার প্রিয় স্টাইল প্রয়োগ করতে ও সৃজনশীলতা যোগ করতে সহায়তা করবে। প্রিসেট ব্যবহার করে আমরা আমাদের ফটো ক্যাটালগের এক বা একাধিক ইমেজে মুহূর্তেই একটি স্টাইল প্রয়োগ করতে পারি, ওয়েবের ১০০ এরও বেশী সেরা প্রিসেট পরখ করে দেখতে পারেন।
এডোবি ক্রিয়েটিভ ক্লাউড এবং লাইটরুম সম্পর্কে আরও জানুন।
লাইটরুমের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি ইমেজ আরও উন্নত করতে প্রিসেটের ব্যবহারও বেড়েছে। কারণ লাইটরুম হচ্ছে একটি নন-ডিস্ট্রাক্টিভ ইমেজ এডিটর, যা দিয়ে আমরা মূল ইমেজ ফাইল পরিবর্তন না করে সহজেই প্রিসেটের সব ধরনের পরিবর্তনের চেষ্টা করে দেখতে পারি। এটা আপনার ইমেজে ইফেক্টের প্রয়োগ নিয়ে পরীক্ষা করা আগের তুলনায় অনেক সহজ করে তোলে।
আজকে আমরা দেখবো, কিভাবে লাইটরুম প্রিসেট তৈরি করতে হয় এবং তারপর লাইটরুমের জন্য ওয়েবের কিছু সেরা স্যাম্পল।
আমরা আরও একটি চমৎকার আর্টিকেল প্রকাশ করেছি যেখানে কিভাবে আপনার নিজস্ব ফটোশপ অ্যাকশন তৈরি করবেন তা ১০০ টি অসাধারন উদাহরণ দিয়ে বর্ণনা করা হয়েছে। রচনাটি এখান থেকে পড়তে পারেন!
কিভাবে লাইটরুম প্রিসেট বানাবেন
লাইটরুম এর মধ্যে প্রিসেট তৈরি করা হচ্ছে একটি সেতু মত! আপনার নিজস্ব প্রিসেট তৈরি করতে মাত্র কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথম পদক্ষেপ হচ্ছে, কীবোর্ডের "ডি" টিপে ডেভেলপ মডিউলে প্রবেশ করা অথবা উপরের দিকের ডান প্রান্তের ডেভেলপ অপশনের উপর ক্লিক করা।
এরপর, একটি ইমেজ থেকে কিছু সেটিংস প্রয়োগ করতে ডানদিকের প্যানেল সেটিংস ব্যবহার করুন। আপনি এক্সপোজার বদলাতে পারেন, রেখাচিত্র এবং কালো মাত্রায় সামঞ্জস্য আনতে পারেন, এবং এমনকি যেকোনো কাস্টম রঙের প্রভাব প্রয়োগ করতে পারেন। অতিরিক্ত অপশন যেমন লেন্স সংশোধনও এখানে পাওয়া যায়।
ডেভেলপ অপশনে আছে সব ধরনের ইমেজ সমন্বয় করার সুবিধা যা একটি ইমেজকে পরিপূর্ণ করে তুলতে আপনার প্রয়োজন হতে পারে।
আপনার ইমেজে সাথে কিছু সেটিংস প্রয়োগ করার আপনি একটি প্রিসেট তৈরির দিকে অগ্রসর হতে পারেন। আপনার ইমেজে প্রয়োগকৃত যেকোন সেটিংসই আপনি ইমেজ প্রিসেটে যোগ করতে পারেন।
বাম দিকে, আপনি একটি প্যানেল দেখতে পাবেন, যেটাতে প্রিসেটগুলো তুলে ধরা হয়েছে। নতুন প্রিসেট তৈরি করতে আপনি “+” বাটন ক্লিক করতে পারেন। এবার, একটি নতুন উইন্ডো আসবে, যেটা আমাদেরকে প্রিসেটে যোগ করার জন্য বিভিন্ন সেটিংস পরিবর্তনের সু্যোগ দিবে। যেসব ইফেক্ট আমরা যোগ করেছি, তার প্রতিটিই চেক করে অথবা আনচেক করে নতুন প্রিসেটে অন্তর্ভুক্ত করতে পারবো।
প্রিসেট প্যানেলে নতুন একটি প্রিসেট তৈরি করা "প্লাস" বাটনে চাপ দেয়ার মতই সহজ।
"প্লাস" বাটনে ক্লিক করার পর বিভিন্ন অপশনের একটি তালিকা আসবে। এই উইন্ডোটি আপনার বর্তমান ইমেজে ব্যবহৃত সেটিংসগুলো নতুন প্রিসেটের ভিত্তি হিসেবে ব্যবহার করবে। প্রত্যেকটি অপশন আনচেক করার মাধ্যমে আমরা প্রিসেট থকে বিভিন্ন এডজাস্টমেন্ট বাদ দিতে পারি।
সম্পাদনার জন্য একটি অংশ পছন্দ ও যোগ করার পর, এটার একটি নাম দিন ও সংরক্ষন করুন। এটুকুই! এখন আপনার প্রিসেট ইমেজে প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
লাইটরুমে প্রিসেট ইনস্টল করা
আপনি যদি অন্যান্য প্রিসেট ডাউনলোড করে থাকেন তাহলে, তাদের ব্যবহার করার জন্য লাইটরুমের মধ্যে সেগুলি ইনস্টল করতে হবে। প্রায়ই প্রিসেট গুলো জিপ আর্কাইভ হিসেবে ডাউনলোড করা হয়। প্রথম ধাপে, আপনার কম্পিউটারে একটি ফোল্ডারে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে।
প্রিসেট তৈরী করার পর প্রথম যে কাজটা আমি করতে চাই তা হচ্ছে প্রিসেট প্যানেলে রাইট ক্লিক এবং আমার ডাউনলোড করা প্রিসেটের জন্য একটি নতুন ফোল্ডার তৈরী করা। প্রথমেই আমি আমার সবগুলো কাস্টম প্রিসেট সংগঠিত রাখার জন্য তাদের নিজস্ব ফোল্ডারে সংরক্ষন করতে চাই।

প্রিসেট প্যানেলে রাইট ক্লিকের মাধ্যমে আপনার প্রিসেট সংগঠিত রাখতে একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
প্রিসেটের জন্য ফোল্ডার তৈরি করার পরে, আমাদের যা করা প্রয়োজন তা হচ্ছে ফোল্ডারটিতে রাইট ক্লিক করুন এবং তারপর ইম্পোর্ট (Import) চয়ন করুন।
ইম্পোর্ট ইমেজ পছন্দ করার পর আপনি যেই ফোল্ডারে ইনস্টল করতে চান তা Lightroom এ নির্দেশ করুন ও কাঙ্ক্ষিত প্রিসেট নির্বাচন করুন।
একটি উইন্ডো আসবে যা আমাদের প্রিসেটসহ ডাউনলোড করা ফোল্ডার ব্রাউজকরতে দিবে। যেই ফোল্ডারটি আপনি ইনস্টল করতে চান তা নির্দেশ করুন, এবং তারপর Lightroom এ জুড়তে নির্দিষ্ট প্রিসেট নির্বাচন করুন। আপনি Shift চেপে একাধিক প্রিসেট নির্বাচন করতে পারেন এবং ক্লিক করে প্রিসেটের একটি পরিসর নির্বাচন করতে পারেন।
ইমেজ আমদানি বেছে নেয়ার পর, যেই ফোল্ডারটি আপনি ইন্সটল করতে চান তা লাইটরুমে আমদানি নিশ্চিত করতে "Import" এ ক্লিক করুন এবং এই পর্যন্ত এটাই সব! আপনার ডাউনলোড করা প্রিসেট এখন ব্যবহার করার জন্য প্রস্তুত আছে।
১০০ টি ফ্রি লাইটরুম প্রিসেট
আমরা ওয়েবের প্রায় ১০০ টি সেরা লাইটরুম প্রিসেট খুঁজে বের করেছি। আপনার কি এমন কোনও নিজস্ব প্রিসেট আছে যা আপনি ভালবাসেন? সেগুলো নিচের কমেন্টে শেয়ার করতে পারেন। ডাউনলোড করার জন্য প্রিসেট টাইটেলে ক্লিক করুন। আপনি বেশ কিছু ইমেজের পুনরাবৃত্তি দেখতে পাবেন, কারণ আমরা ব্যক্তিগত ভাবে আগের এবং পরের এই স্টাইলগুলো তৈরি করেছি। আমরা এই প্রিসেটের সৃষ্টিকারীর উদাহরণের উপর নির্ভর করতে চাই নি, তাই। প্রিসেটগুলো কেবল কাজে ব্যবহারের জন্যই তৈরি, কোনও ছবিকে পরিপূর্ণভাবে সম্পাদনার জন্য নয়।
বিবাহের ছবির জন্য ৮ টি মহাকাব্যিক লাইটরুম প্রিসেট

Holga Lightroom Presets
Bad Ass Film Look
Goldy Browny Effect Preset
Kevin Hosford Summer Presets
Lightroom Sin City Preset
Black and White Film Presets
Color Print Film Presets
Vintage Lightroom Presets
HDR Style Lightroom Presets
Velvia Film Style Lightroom Presets
Polaroid Style Presets
Faded Film Look Preset
14 Free Wonderland Presets
6 Free Black and White Presets
Catchingsand Lightroom B+W Pack
Ksouthv2 Camera Portrait
fa-photo Obvious Details
The Prairie Lightroom Preset
ipawluk Color Isolates Presets
Copper Tone Skin Preset
Silky Smooth Skin Preset
Desaturate Me Preset
Light leak + punch + Grain Preset
SaraJ3an Brigthen Preset Pack
Black & White Infrared
Camera Dojo Lightroom Essentials
Vivian Chung Cross Processing
Focus Street Life Presets
The 300 Look Preset
Fall Foliage Preset
Wedding Fantasy Preset
Instagram Nashville Preset
Nostalgic Summer Presets
The Hangover Movie Look Preset
Wedding Day Preset
Ice Cold Preset
Hawaii Five-O Inspired Preset
The Ultimate Fighter Inspired Preset
Vintage Vegas Presets
The Twilight Inspired Preset
Hard Edgy Look Presets
Warm and Fuzzy Effect Preset
The Cutting Edge Preset
Intensive Heaven Preset
Fashion Shot Preset
Presets for Weddings
Fashion Darlings Presets
Dustin's Fashion Look Presets
Underwater Presets
Old Touch Presets
Polo Ralph Lauren Style Preset
Yeah High Contrast Preset
Post Apocalyptic Preset
Night Palettes
Sweet Presets
"A Good one for Everything" - Cinema Style Preset
Purple Haze Preset
Milky Noir Preset
Muted Tones Presets
John and Marcus Salvation
Holly Orange and Teal Preset
Analogue Love 3 Preset
Lightroom Green Preset
Lightroom Archived Grain Preset
Dust Storm Inspired Preset
Rockwell Warm Preset
Steller Lightroom Presets
190 Free Lightroom Presets from OnOne Software
Warming Lightroom Preset
Daido Moriyama Style Presets
Cinematic Lightroom Presets
Old Skool Toning Preset
Mad Dash Dramatic Style Preset
Another World Lightroom Presets
Lightroom Fake HDR Effect
ipawluk Surreal Color Pack
640 Pixels Presets
28 Free Presets from Christian Wolf
Gavin's Polaroid Preset
Silver Shadows B&W Presets
Analogue Love 1 Preset
Shadow Crusher Preset
Sharp Washed Preset
Farm Girl Writes Lightroom Presets
Painting Art Style Preset
Pencil Drawing Preset
27 Free Presets by Bryan Wheeler
Photography Concentrate Lightroom Presets
Albert deBrujin Film Type Presets
Fuji Acros Film Preset
Experimental Color Presets
Mediterranean Scenes Preset
Kelvin Borders Preset
Almost Black & White Preset
BDP Glamour Look Preset
Asakusa Preset
The Look of Beijing Preset
Old Film in Latin America
XAnalog Basic Preset
এডোবি ক্রিয়েটিভ ক্লাউড এবং লাইটরুম সম্পর্কে আরও জানুন।
১০০ টি ফ্রি ফটোশপ অ্যাকশন
আমরা আরও একটি চমৎকার রচনা প্রকাশ করেছি, যেখানে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার নিজস্ব ফটোশপ অ্যাকশন তৈরি করবেন, ১০০ টি অসাধারন উদাহরনসহ। রচনাটি পড়তে পারেন এখানে!
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Photo & Video tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post