Bengali (বাংলা) translation by Jarin Afroj (you can also view the original English article)
ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, নিজেদের দক্ষতা ও স্কিল তুলে ধরতে তাদের একটি রেজুমে বা সিভি লাগেই লাগে। এখানে আমরা আপনার সামনে তুলে ধরব এনভাটো মার্কেট এ থাকা সব ডিজাইনের মধ্যে ক্রিয়েটিভ রেজুমের জন্য বেষ্ট ৭ টি টেমপ্লেট।
১। Resume/CV - Swiss
এই ফাইভ প্যাক রেজুমে টেমপ্লেট একটি পজিটিভ ভাইব দেয়। এর মিনিমাল ও কনটেম্পোরারি ডিজাইন আর্টিস্টের শ্রেষ্ঠ কাজ ও দক্ষতা হাইলাইট করে। এটি দেখতে অনেক দৃষ্টিনন্দনও বটে।

২। Resume CV
এই টেমপ্লেটটি InDesign, Illustrator, Photoshop বা Word এর জন্য, মিনিমাল ও পাঠকবান্ধব। এটির ডিজাইন ফ্লেক্সিবল, রঙ বদল করা যায় ও এর সাথে একটি ম্যাচিং কভার লেটারের টেমপ্লেটও রয়েছে।

৩। Professional One-Page Resume
ওয়ান পেজ টেলপ্লেট, এর সাথে ৪টি PSD ফাইল রয়েছে, অনেক কালার অপশন আছে ও এর সাথে ৪টি JPEG ও দেয়া রয়েছে। দ্রুত ক্লিন একটি রেজুমে সাজাতে এই টেমপ্লেটটি বেশ ভালো।

৪। Resume
স্মার্ট সিম্পল ডিজাইন, এটি সব ফরম্যাটেই এভেইলেবল। এটার পুরু কালো বর্ডার ডিজাইনের জন্য এটি সকলের নজর কাড়ে। সাথে রয়েছে ম্যাচিং কভার লেটার। দ্রুত রেজুমে সাজাতে এটি বেশ কাজের জিনিষ।

৫। Ultra Clean Resume
নাম শুনেই বোঝা যায় Ultra Clean Resume টেমপ্লেটের ডিজাইন কেমন। এই মিনিমালিস্ট রেজুমে সহজভাবে স্কিল, কোয়ালিফিকেশন ও এচিভমেন্ট তুলে ধরে।

৬। Clean Typographic Resume
বোল্ড হেডার ও ফুটার কালার ব্যবহার করে তৈরি করা একটি ক্লিন মিনিমাল রেজুমে টেমপ্লেট এটি। পছন্দমত বেছে নেয়ার জন্য এতে দুইটি কালার অপশন আছে। শেড, বক্সের ব্যবহার করে সামান্য ডিজাইন এতে অনেক আকর্ষণীয় করে তোলা হয়েছে।

৭। Creative Resume
এই PSD টেমপ্লেট সহজেই মনমত কাস্টমাইজ করে নেয়া যায়। এতে রয়েছে ফটোগ্রাফিক হেডার, সিম্পল পেইজ লেআউট। পার্সোনাল ইনফরমেশন ও অভিজ্ঞতা দিয়ে খুব দ্রুত এই টেমপ্লেটের সাহায্যে একটি পলিশড রেজুমে বানানো যায়।

গুড লাক!
আশা করি এখান থেকে একটা না একটা আপনার পছন্দ হয়েছে। সেটি আপনার কাজে লাগলেই আমরা খুশি। একটি ভালো রেজুমে বানাতে একটি ভালো টেমপ্লেট প্রয়োজন। রেজুমে দিয়ে বেষ্ট ইমপ্রেশন পেতে নিচে এই বিষয়ে একটি টিউটোরিয়াল দেয়া হলঃ
- রেজুমেফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা কিভাবে রেজুমেতে হাইলাইট করা যায়লরা স্পেন্সার
- রেজুমেকিভাবে রেজুমে তৈরি করেতে হয়গ্রেস ফাসেল
- ক্যারিয়াররেজুমেতে করা ১৩টি ভুল (যেগুলো রেজুমে রিজেকশনের কারণ)চার্লি ম্যান্ডোজা
- রেজুমেকিভাবে একটি প্রফেশনাল রেজুমে সামারি স্টেটমেট লিখবেনচার্লি ম্যান্ডোজা
- রেজুমেসিভি আর রেজুমের মধ্যে পার্থক্য কি?চার্লি ম্যান্ডোজা
- রেজুমেকিভাবে রেজুমে তৈরি করবেনলরা স্পেন্সার
- রেজুমেকিভাবে রেজুমের গঠনবিন্যাস নির্নয় করবেনলরা স্পেন্সার
- রেজুমেবেষ্ট রেজুমে ফরম্যাটঃ PDF বনাম Word এর পরিপূর্ণ গাইডলরা স্পেন্সার
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Photo & Video tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post