৬০ সেকেন্ডে এডোবি ফটোশপ: অ্যাকশন দিয়ে সহজেই একটি জলরং ইফেক্ট তৈরি করা
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)



আমাদের ৬০ সেকেন্ডের ফটোশপ সিরিজে স্বাগতম, যার মাধ্যমে আপনি ফটোশপের যে কোনো দক্ষতা, ফিচার বা টেকনিক মাত্র এক মিনিটে শিখতে পারবেন!
৬০ সেকেন্ডে এডোবি ফটোশপ: জলরং ইফেক্ট
আপনি কি জলরংয়ে আঁকা ছবি পছন্দ করেন? শুধু একটা মাত্র ফটোশপ অ্যাকশন ব্যবহার করে আপনার ছবি কে ঐতিহ্যবাহী জলরংয়ের ছবিতে রূপান্তরিত করুন। আরো অসাধারণ ফটো ইফেক্ট তৈরি করতে চাইলে গ্রাফিক রিভার থেকে ফটোশপ অ্যাকশনের আশ্চর্য জনক সংগ্রহটি দেখুন।
এই সংক্ষিপ্ত ভিডিওতে জলরং অ্যাকশন ব্যাবহার করে নিচের বাঘটিকে কিভাবে রুপান্তরিত করতে হয় তা দেখাচ্ছি।

কিভাবে ফটোশপে জলরং ইফেক্ট তৈরি করবেন
আপনার ছবি ফটোশপে খুলুন। আমি Pixabay থেকে এই চমৎকার বাঘের ছবিটা ব্যবহার করবো।



এখন অ্যাকশন প্যানেল ব্যবহার করার জন্য Window > Actions এ যান। Watercolor Painting Action ব্যবহার করতে ড্রপ ডাউন মেনু থেকে Load Actions সিলেক্ট করুন।



আপনার ছবি মূল ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে সেট করা আছে কিনা তা নিশ্চিত করুন এবং অ্যাকশনটি Play করুন। অ্যাকশনটি তাৎক্ষণিকভাবে আপনার ছবির উপর জলরঙের একটি প্রভাব সৃষ্টি করবে। ফলাফল হিসেবে আপনি একটি নতুন গ্রুপ পাবেন।



এই গ্রুপটি খুলুন এবং বিভিন্ন ধরণের Adjustment Layer সেটিংসসমূহ প্রয়োজনমত সমন্বয় করে
নিন। কন্ট্রাস্ট লেভেলের মাত্রা বাড়িয়ে দিন, অথবা গ্র্যাডিয়েন্ট ম্যাপ দিয়ে রঙ
কিছুটা পরিবর্তিত করে নিন।



চূড়ান্ত ফলাফল নিম্নে দেয়া হলো:



এই অ্যাকশনটি কাজে দেখতে চান? এই পাঠটি হাতেকলমে দেখতে উপরের ভিডিও দেখুন!
আরেকটু বিস্তারিত
আমাদের বিশেষজ্ঞদের থেকে জানুন কিভাবে আরো ফটো ইফেক্ট তৈরি করা যায়। নিচের এই অসাধারণ টিউটোরিয়ালটি পড়ে দেখুন:
- Photoshop ActionsAwesome Actions: How to Create an Oil Painting Photo EffectMelody Nieves
- Photo EffectsPhotoshop in 60 Seconds: How to Create an Easy Sketch Effect With ActionsMelody Nieves
- Photo EffectsHow to Create a Strip Fractal Mirror Effect in Adobe PhotoshopKirk Nelson
- Adobe PhotoshopHow to Create a Cool Glitch Photo Effect in Adobe PhotoshopMelody Nieves
৬০ সেকেন্ডে?!
এটা হচ্ছে Envato Tuts+ তড়িৎ ভিডিও টিউটোরিয়ালের নতুন সিরিজের একটি অংশ। যেখানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে পরিচয় দিয়ে থাকি, সবগুলোই ৬০ সেকেন্ডে—আপনার জানার ইচ্ছা আরও বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আপনি ভিডিওটি সম্পর্কে কি ভাবছেন এবং আরও কি কি জিনিস আপনি ৬০ সেকেন্ডে দেখতে চান!
