আন্তর্জাতিক নারী দিবস ২০১৯: কীভাবে তৈরি করবেন আপনার নিজস্ব ফটো ক্যাম্পেইন তৈরি করবেন
Bengali (বাংলা) translation by Syeda Nur-E-Royhan (you can also view the original English article)
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃত। ১৯১১ সালে এটি চালু হওয়ার পর থেকে, এই দিনটি সমতার অধিকার আদায়ের পটভূমি হিসেবে কাজ করছে। আরও সাধারণভাবে বলতে গেলে, বিশ্বের অতীত ও বর্তমানের সব অসামান্য নারীদের জয়গান গাইতে এই দিনটি ভূমিকা পালন করছে।
এই বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে #BalanceforBetter অর্থ্যাৎ, উন্নয়নের জন্য সমতা। লৈঙ্গিক ভারসাম্যের উন্নয়নে সবাইকে সব পরিস্থিতিতে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়েছে, হতে পারে সেটা কোন উচ্চতর সরকারি অফিসের বোর্ড রুমে আমাদের প্রতিনিধি হিসেবে, কিংবা দৈনন্দিন জীবন থেকে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে। আইডাব্লিউডি সবাইকে আহ্বান জানিয়েছে দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে দাঁড়িপাল্লার মতো ভারসাম্যের প্রতীক হিসেবে সেলফি তোলার জন্য।
সফলভাবে তৈরি করুন নিজস্ব ভিজ্যুয়াল ক্যাম্পেইন
আইডাব্লিউডি'র ভিজ্যুয়াল ক্যাম্পেইন তৈরির চেষ্টা এবারই প্রথম নয়। গত বছরের প্রতিপাদ্য ছিল #PressforProgress অর্থ্যাৎ, অগ্রগতির তাড়না। এই ক্যাম্পেইনের সফলতার পর এটা মোটেও আশ্চর্য নয় যে তারা এই বছর একই রকমভাবে নতুন কোন বক্তব্য নিয়ে হাজির হবে। এখন চলুন দেখি কীভাবে আপনি আপনার নিজের ভিজ্যুয়াল ক্যাম্পেইন তৈরি করতে পারবেন।
আপনার লক্ষ্য কী?
আপনার লক্ষ্য যদি হয়ে থাকে 'ভাইরাল' হওয়ার মতো কিছু, তাহলে বরং ওখানেই আমরা থামি। আপনার ক্যাম্পেইন হতে হবে এমন কোন বিষয় নিয়ে যা আপনাকে সত্যি সত্য আবেগতাড়িত করে এবং আপনি বিশ্বাস করেন যে এর মাধ্যমে আপনি কল্যাণকর কোন অবদান রাখতে পারবেন। অর্থবহ এবং আকর্ষণীয় কিছু তৈরি করুন। লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো আপনা-আপনি চলে আসবে (অন্তত কিছু ক্ষেত্রে)।



ভিজ্যুয়াল কন্টেন্ট বেশি কার্যকর
সত্যিই বেশি কাজে দেয় এটি, প্রায় সমস্ত প্রচার মাধ্যমেই। বড় বড় সব সামাজিক মাধ্যমের চ্যানেলগুলোতে ভিডিও কন্টেন্ট সবচাইতে বেশি আকর্ষণীয়। কিন্তু সব মিলিয়ে ছবিসহ যে পোস্টগুলো থাকে, সেগুলো সবচাইতে বেশি চোখে পড়ে এবং শেয়ার করা হয়। কাজেই সঠিক ছবি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ।



বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রচার করুন
কাজটা বেশ প্যারাদায়ক হতে পারে। কিন্তু কথা দিচ্ছি, আপনি কোথায় পোস্ট করবেন তার উপর ভিত্তি করে সামান্য পরিবর্তন বা সমন্বয় করলেই এর সুফল পাবেন। আপনি যদি বড় কোন কিছু ফেসবুকে আপলোড করেন তাহলে এর আকার স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে যাবে এবং দেখতে খুব ভাল দেখাবে না। টুইটার বরং ভালো। কিন্তু তারপরেও আপলোড করতে গেলে একটা নির্দিষ্ট মানের আকৃতি বেঁধে দেওয়া হয়। কাজেই ছবি পোস্ট করার আগে মাপ কিছুটা ঠিকঠাক করে নিন।
আপনি কী আশা করছেন?
খুব জটিল কিছু আশা করবেন না। ক্যাম্পেইনের উৎসাহের তোড়ে আমরা অনেক সময় অনুধাবন করতেই পারি না যে আমরা মানুষের কাছে তাদের ব্যস্ত জীবনের ভীরে যা আশা করছি, প্রকৃতপক্ষে সেই প্রত্যাশাটা তাদের তুলনায় অনেক বেশি বড় কিছু। আইডাব্লিউডি ক্যাম্পেইনের সফলতা হচ্ছে, অনেক মানুষের কাছেই এখন ফোন থাকে এবং তারা সেলফি তুলতে পছন্দ করে। কাজেই একটা নির্দিষ্ট ভঙ্গিতে তাদের সেলফি তুলতে অনুরোধ করাটা খুব বেশি কিছুনা।
এমন কিছু ভেবে বের করুন যেটা মানুষের ব্যস্ত সময়ের ভীরে খুব সহজেই করে ফেলা সম্ভব। আপনি যদি আরেকটি সেলফি সংক্রান্ত আইডিয়া নিয়ে আসতে চান, তাহলে এমন কিছু তৈরি করুন যেটা দৃষ্টিনন্দন হবে। যেমন, কোন স্থানীয় ল্যান্ডমার্কের সামনে একদল বন্ধু মিলে লাফ দিয়ে ছবি তুলছে।



তারা কেনই বা এটি করবে?
একবার যদি বুঝতে পারেন আপনি 'কী' করতে যাচ্ছেন, তাহলে এখন চিন্তা করুন, 'কেন' করতে যাচ্ছেন। আপনি অনুরোধ করলেই বা লোকে তা শুনবে কেন? এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই। তবে উত্তর পেতে সাহায্য করতে পারে এমন কিছু বিষয় আছে। কোন কল্যাণকর উদ্দেশ্যে কিছু করা এই কাজে মানুষের যুক্ত হওয়ার পিছনে একটি মহৎ কারণ হতে পারে, ঠিক যেমন আইডাব্লিউডি করেছে। কোন গল্প বলার উদ্দেশ্য থাকলে সেটিও চমৎকার একটি কারণ হতে পারে। মানুষ নিজেকে কোনকিছুর অংশীদার ভাবতে পছন্দ করে। আমরা প্রায় প্রত্যেকেই গোষ্ঠীবদ্ধ হওয়ার তাড়না অনুভব করি। আর, এমন একটা ক্যাম্পেইনের অংশ হতে পারলে মানুষ নিজেদের বিশেষ কিছু অংশ হিসেবে ভাবতে পারবে।



সাড়া দিয়ে যুক্ত হন
বর্তমান সময়ের বুদ্ধিমান সামাজিক মাধ্যমের একাউন্ট পরিচালনাকারীরা শুধু যে দারুণ সব কন্টেন্ট পোস্ট করছে, তা নয়, তারা একই সাথে দর্শক শ্রোতাদের কথা শুনছে এবং তাদের মন্তব্যে সাড়া দিচ্ছে। আপনি যদি কাউকে অনুরোধ করেন তার সামর্থ্যের বাইরে এসে আপনার ক্যাম্পেইনে অংশ নিতে, তাহলে সে এই ক্যাম্পেইনের অংশীদার হওয়ার পর তাকে আবার অবজ্ঞা করবেন না। আপনি হয়তো প্রতিটা কমেন্টে সাড়া দিতে পারবেন না, সেটা ঠিক আছে। কিন্তু চেষ্টা করুন যতোটা সম্ভব সক্রিয় থাকতে। মানুষের কাছ থেকে পাওয়া সেরা প্রতিক্রিয়াগুলো শেয়ার করুন। এটা অনেকটা নিজের লেজ নিজে খাওয়া সাপের মতো। একটা কন্টেন্ট আরেকটি কন্টেন্টের জন্ম দিবে। আপনার কাজ শুধু স্রোতের সাথে তাল মিলিয়ে যাওয়া।
দশে মিলি করি কাজ
একটা শুভ কাজে একসাথে কাজ করার মতো দারুণ অনুভূতি খুব কম আছে। এক ধরনের গোষ্ঠীবদ্ধতা তৈরি হয় এতে। আমরা অনুপ্রাণিত হই এবং অনেক কিছু শিখতেও পারি। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে মহৎ উদ্দেশ্যে কাজটি করছেন। আশা করছি আপনি আপনার নিজস্ব ভিজ্যুয়াল ক্যাম্পেইনে সফলতা অর্জন করবেন এবং তারপর আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ চলাকালে নারীদের অসামান্য সব কাজের সম্মাননায় আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করবেন।
টুটসপ্লাসে নারীদের জয়গান
