আমরা আজকে তিন রকম আই কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করব। এগুলো পোর্ট্রাইট ফটো তুলতে কাজে আসে।
১। ডায়রেক্ট আই কন্ট্যাক্ট
এই টেকনিকে সাবজেক্ট ডায়রেক্টলি ক্যামেরার দিকে তাআক্য। এতে ফটো আর সাব্জেক্টের ভিতরে একটা রিলেশন ক্রিয়েট হয়। সাব্জেক্টের এক্সপ্রেশনের উপর এই রিলেশন ডিফাইন হয় - রাগ, কাম বা ভয় যে কোন কিছু হতে পারে।
এই কারণে, এটা একটা চমৎকার টেকনিক। এই চহবিটি দেখুন। বলুন তো বাচ্চাটা কি ভাবছে। সে কি ভীত, না ক্লান্ত? যাই হোক, এটা ছবিতে ফুটে উঠেছে।
কার কোলে বাচ্চার ছবি বাচ্চাকে চিন্তিত দেখাচ্ছে। ফটো ক্রেডিট আনস্প্যালশ
ডায়রেক্ট আই কন্ট্যাক্টে সাব্জেক্ট জানে যে তার ছবি তোলা হচ্ছে।
বৃষ্টিতে এক মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে ফটো ক্রেডিট আনস্প্যালশএকজন পুরুষ ক্যামারার দিকে তাকিয়ে ফটো ক্রেডিট আনস্প্যালশ
২। সাব্জেক্টের ভিতরে আই কন্ট্যাক্ট
ক্যামেরার পরিবর্তে এটা হচ্ছে দুইটা আলাদা সাব্জেক্টের পরস্পরের সাথে আই কন্ট্যাক্ট। এতে করে সাব্জেক্ট দুজনের মাঝে একটি রিলেশন বোঝা যায়।
এই ক্ষেত্রে তারা নিজের মধ্যে ইনভলড, কেউ ক্যামেরার সাথে ইনভলভড হচ্ছে না। এই টেকনিক অ্যাটমসফেয়ারিক শটের জন্য ভালো।
দুই জন ব্যক্তিই হতে হবে এমন নয়। এটা একটা বাচ্চার সাথে কুকুরের হতে পারে, বা কেউ ফুলের দিকে তাকিয়ে থাকা হতে পারে।
শেষে, এই টেকনিকটা হচ্ছে কোন আই কন্ট্যাক্ট না থাকা। এই টেকনিকে সাব্জেক্ট ক্যামেরার উৎসে তাকায় না। এটা অবসার্ভেশনাল শটে বেশি ব্যবহার হয়।
এই সময় সাব্জেক্ট ক্যামেরার বিপরীতে তাকিয়ে থাকে। অনেক সময় সাব্জেক্ট ক্যামেরার উপস্থিতি সম্পর্কে জানেও না। এতে করে ফটোগ্রাফার কিভাবে সাব্জেক্ট কে দেখে তা বোঝা যায়।
সাব্জেক্টের ছবি বা ক্যামেরা সম্পর্কে মতামত ছবিতে উহ্য থাকে।
David Appleyard manages the Tuts+ Editorial Team, and has worked at Envato since 2008. He's a product manager, designer, and writer.
Currently working for Envato, managing the Tuts+ editorial team, and building products that make people's lives more creative.