Advertisement
  1. Photo & Video
  2. Portrait

কুইক টিপঃ ফটোগ্রাফিতে ৩ ধরণের আই কন্টাক্ট

Scroll to top
Read Time: 1 min
This post is part of a series called How to Shoot Perfect Portraits.
Getting Great Skin Without Photoshop

() translation by (you can also view the original English article)

আমরা আজকে তিন রকম আই কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করব। এগুলো পোর্ট্রাইট ফটো তুলতে কাজে আসে।

১। ডায়রেক্ট আই কন্ট্যাক্ট

এই টেকনিকে সাবজেক্ট ডায়রেক্টলি ক্যামেরার দিকে তাআক্য। এতে ফটো আর সাব্জেক্টের ভিতরে একটা রিলেশন ক্রিয়েট হয়। সাব্জেক্টের এক্সপ্রেশনের উপর এই রিলেশন ডিফাইন হয় - রাগ, কাম বা ভয় যে কোন কিছু হতে পারে।

এই কারণে, এটা একটা চমৎকার টেকনিক। এই চহবিটি দেখুন। বলুন তো বাচ্চাটা কি ভাবছে।  সে কি ভীত, না ক্লান্ত? যাই হোক, এটা ছবিতে ফুটে উঠেছে।

Image of a child being carried by someone The child looks worried Photo by UnsplashImage of a child being carried by someone The child looks worried Photo by UnsplashImage of a child being carried by someone The child looks worried Photo by Unsplash
কার কোলে বাচ্চার ছবি বাচ্চাকে চিন্তিত দেখাচ্ছে। ফটো ক্রেডিট আনস্প্যালশ

ডায়রেক্ট আই কন্ট্যাক্টে সাব্জেক্ট জানে যে তার ছবি তোলা হচ্ছে।

Woman standing in the rain and looking directly at the camera Photo by UnsplashWoman standing in the rain and looking directly at the camera Photo by UnsplashWoman standing in the rain and looking directly at the camera Photo by Unsplash
বৃষ্টিতে এক মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে ফটো ক্রেডিট আনস্প্যালশ
Image of a close up of a man looking directly into the camera Photo by UnsplashImage of a close up of a man looking directly into the camera Photo by UnsplashImage of a close up of a man looking directly into the camera Photo by Unsplash
একজন পুরুষ ক্যামারার দিকে তাকিয়ে ফটো ক্রেডিট আনস্প্যালশ

২। সাব্জেক্টের ভিতরে আই কন্ট্যাক্ট

ক্যামেরার পরিবর্তে এটা হচ্ছে দুইটা আলাদা সাব্জেক্টের পরস্পরের সাথে আই কন্ট্যাক্ট। এতে করে সাব্জেক্ট দুজনের মাঝে একটি রিলেশন বোঝা যায়।

এই ক্ষেত্রে তারা নিজের মধ্যে ইনভলড, কেউ ক্যামেরার সাথে ইনভলভড হচ্ছে না। এই টেকনিক অ্যাটমসফেয়ারিক শটের জন্য ভালো।

দুই জন ব্যক্তিই হতে হবে এমন নয়। এটা একটা বাচ্চার সাথে কুকুরের হতে পারে, বা কেউ ফুলের দিকে তাকিয়ে থাকা হতে পারে।

Black and white image of two people looking at each other Photo by freestocksorgBlack and white image of two people looking at each other Photo by freestocksorgBlack and white image of two people looking at each other Photo by freestocksorg
যুগলের সাদাকালো ছবি ফটো ক্রেডিট freestocks.org
Image of a couple looking at each other sitting on the beach Photo by StokpicImage of a couple looking at each other sitting on the beach Photo by StokpicImage of a couple looking at each other sitting on the beach Photo by Stokpic
সমুদ্রসৈকতে যুগল ফটো ক্রেডিট Stokpic

3. আয় কন্ট্যাক্ট ছাড়া

শেষে, এই টেকনিকটা হচ্ছে কোন আই কন্ট্যাক্ট না থাকা। এই টেকনিকে সাব্জেক্ট ক্যামেরার উৎসে তাকায় না। এটা অবসার্ভেশনাল শটে বেশি ব্যবহার হয়।

এই সময় সাব্জেক্ট ক্যামেরার বিপরীতে তাকিয়ে থাকে। অনেক সময় সাব্জেক্ট ক্যামেরার উপস্থিতি সম্পর্কে জানেও না। এতে করে ফটোগ্রাফার কিভাবে সাব্জেক্ট কে দেখে তা বোঝা যায়।

সাব্জেক্টের ছবি বা ক্যামেরা সম্পর্কে মতামত ছবিতে উহ্য থাকে।

Image of a girl in a field not looking at the camera Photo by Nguyen NguyenImage of a girl in a field not looking at the camera Photo by Nguyen NguyenImage of a girl in a field not looking at the camera Photo by Nguyen Nguyen
মাঠে মেয়ের ছবি। ক্যামেরার বিপরীতে তাকিয়ে। ফটো ক্রেডিট Nguyen Nguyen
Black and white image of a man looking away from the camera Photo by PixabayBlack and white image of a man looking away from the camera Photo by PixabayBlack and white image of a man looking away from the camera Photo by Pixabay
সাদাকালো পোর্ট্রেইট ফটো ক্রেডিট Pixabay

আপনি কিভাবে আই কন্ট্যাক্ট ব্যবহার করেন?

আপনি কি এখানে উল্লেখিত কোন আই কন্টাক্ট টেকনিক ব্যবহার করেন? আপনার টেকনিক কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন!

ভালো ফটোগ্রাফ স্টক ফটো খুঁজছেন? ফটোডুনের এই পোর্ট্রেইটগুলো চেক করে আসুন!


Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Photo & Video tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.