অতীতের রীতিনীতি: পুরনো ধাঁচের ছবি তৈরি করার উপায়
() translation by (you can also view the original English article)



পুরনো ছবির আবেদনই আলাদা। এসব ছবি আমাদের এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয় যেই সময়ের অভিজ্ঞতাই আমাদের নেই। আবার সেই সময়ের ফটোগ্রাফিতে যে সৃষ্টিশীলতার উপকরণ ছিল সেগুলোও দেখতে পাওয়া যায়।
আর সেই পুরনো ছবির আদলে আপনার ছবিটিকে রূপান্তরিত করতে হলে টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়ার কথা ভাবতে হবে না আপনাকে। তার পরিবর্তে, সুনিপুণ পদ্ধতিতে ভিনটেজ ফটোশপ অ্যাকশন ব্যবহার করে ছবিতে পুরনো আমেজ আনার প্রাথমিক চেষ্টা করতে পারেন। এরপর কিছু বাড়তি সম্পাদনার পরেই আপনার কাজ শেষ হয়ে যাবে।
কিভাবে পুরনো ছবির আদলে আপনার ছবিটিকে সম্পাদনা করবেন তা জেনে নিন। নতুন নতুন ধারণা পেতে গ্রাফিক রিভার ঘুরে দেখে আসতে পারেন চাইলেই।
যা লাগবে
এই ইফেক্টটি তৈরি করতে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে।
ভিজ্যুয়াল ক্যুজ: অনুপ্রেরণার উৎস
বাস্তবসম্মত ফটো ইফেক্ট পেতে হলে ছবিটি সম্পর্কে কিছু তথ্য যোগার করার চাইতে ভালো কোন উপায় নেই। ফ্লিকারের ক্রিয়েটিভ কমন্স দেখে ফেলতে পারলে আপনি অনেক নতুন নতুন ধারণা পাবেন আপনার কাজের জন্য।
এখানে আমি তিনটি ভিন্ন ভিন্ন ভিনটেজ ছবি বাছাই করেছি কারণ এগুলোর প্রত্যেকটিতে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি আমার ছবির ইফেক্টে ব্যবহার করতে পারব।
আপনার ছবিতে কাজ শুরু করার আগে এই তিনটি রেফারেন্সে সম্পর্কে ভালভাবে যাচাই করে নিন। যেমন, প্রথম রেফারেন্সটি একটা সুন্দর গ্ল্যামার শট। তীব্র বৈপরীত্যের পাশাপাশি আমার চোখে বিশেষভাবে যা পড়েছে তা হল এই মডেল আর ছবিটির কিনারা দিয়ে মিনি দানাদার ভাব।



যে কোন ভিনটেজ ছবি তৈরি করতে হলে এমন টেক্সচার থাকলে একদম মানানসই হয়। তবে দ্বিতীয় আর তৃতীয় রেফারেন্সের ক্ষেত্রে ইফেক্ট তৈরি করার কাজে আমার চিন্তাশক্তি বাধাগ্রস্ত হয়ে যায়।



পুরনো ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে সাথে এগুলো জরাজীর্ণ হয়ে যায়। সময়ের ছাপ এভাবে আনতে হলে আঁচড় বা দাগ ফেলে অথবা রং পরিবর্তন করে করা যায়। সেপিয়া টোনটিও দেখতে পাওয়া যায় পুরনো ছবিগুলোতে: এই প্রক্রিয়ায় এক রঙা ছবিগুলোকে বিশেশভাবে রং করে সুন্দর করা হতো এবং সেই সাথে সেগুলো টেকসইও হতো।
কাজেই চলুন দেখি দানাদার ভাব, বস্তুগত নিদর্শন, এবং টোনিং এক করে কিছু করতে পারি কি না!
১। একটি ফটোশপ অ্যাকশন ইন্সটল করুন
প্রথম ধাপ
এই ইফেক্টটি তৈরি করার আগে অবশ্যই ফটোশপ অ্যাকশন ইন্সটল করে নিতে হবে। গ্রাফিক রিভার থেকে শুরুতেই ভিনটেজ ফটোশপ অ্যাকশন ডাউনলোড করে নিন। এরপর ফটোশপ ওপেন করুন অ্যান্ড Actions প্যানেলে যাওয়ার জন্য Window > Actions-এ যান।



উপরের ডান পাশের আইকনটি ক্লিক করুন এবং আপনার নতুন ডাউনলোড করা সফটওয়্যারটি প্যানেলে লোড করতে Load Actions সিলেক্ট করুন।



দ্বিতীয় ধাপ
যেসব ফটোশপ অ্যাকশনে এই ধরণের সূক্ষ্ম ইফেক্ট তৈরি করা হয় সেখানে সাধারণত এটার মতোই ব্রাশ প্যাকও যুক্ত থাকে। কাজেই নিশ্চিত হয়ে নিন যে আপনি সেটিও লোড করেছেন। Window > Brush Presets-এ যান এবং ড্রপ-ডাউন অপশন থেকে Replace Brushes সিলেক্ট করুন। আপনার ব্রাশ রিপ্লেস করা হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন।
Preset Manager-এ আমাদের ব্রাশগুলো একবার দেখে নিন এখানে।



২। ভিনটেজ ফটোশপ অ্যাকশন অ্যাপ্লাই করুন
প্রথম ধাপ
আপনার ছবিতে অ্যাকশন অ্যাপ্লাই করা আসলে খুবই সহজ একটা কাজ। শুধু নিশ্চিত হয়ে নিন যে কিছু জিনিস জায়গামত রয়েছে। এমন একটি ছবি ফটোশপে ওপেন করুন যার Width অন্তত 1800 pixel, এই অ্যাকশনের এটি একটি অন্যতম শর্ত। এখানে আমি এই উওম্যান স্টক ছবিটি ব্যবহার করবো কারণ এই কম্পোজিশন আর পোশাক আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।



দ্বিতীয় ধাপ
লকড Background Layer হিসেবে আপনার বাছাই করা ছবিটি রয়েছে কি না নিশ্চিত হয়ে নিন। এরপর একটি New Layer তৈরি করুন এবং ছবির যেখানে যেখানে ইফেক্ট দিতে চান সেখানে একটা Soft Round Brush দিয়ে Fill করতে থাকুন। আমি শুধুমাত্র মডেল আর ফুলটির দিকেই মনোযোগ দিবো। এটা অনেক নির্ঝঞ্ঝাট একটা পদ্ধতি যেহেতু যে কোন পারিপার্শ্বিক বিক্ষেপ এড়িয়ে আমি পোর্ট্রেইট ফটোগ্রাফির ভিনটেজ রীতিনীতির দিকেই শুধু মনোযোগ দিতে পারব।



তৃতীয় ধাপ
আপনি কাজের জন্য প্রস্তুত হয়ে গেলে brush layer সিলেক্ট করে Actions প্যানেলে Play চালু করে দিন। আপনার অ্যাকশনটিকে কাজ করার জন্য কয়েক মিনিট সময় দিন। কারণ এটি ইফেক্ট সম্পূর্ণ করার পাশাপাশি প্রয়োজনীয় সমন্বয় সাধন করে নতুন একটি অ্যাকশন গ্রুপ তৈরি করে। কাজ শেষ হয়ে গেলে যে চিত্রটি দাঁড়ায় তা দেখে নিন।



আশানুরূপ হয়নি? কোন ব্যাপার না! পরবর্তী ধাপগুলোতে আমরা এটা ঠিক করে ফেলব।
৩। ফটোশপ অ্যাকশনের ফলাফল এডিট করুন
প্রথম ধাপ
আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি এখন খানিকটা গোলমেলে হয়ে গেছে। আমাদের মনমতো ইফেক্ট পেতে এটাকে পরিষ্কার করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই নোংরা বিধ্বংসী ভাবটা দূর করতে হবে। এটার কারণে আমাদের ছবিটিকে একটা ভিনটেজ ছবির বদলে চিরাচরিত আর্ট ইফেক্ট দেওয়া ছবি মনে হচ্ছে।
প্রথমে, Edge Lines Groups এবং Color Options-এর Visibility Hide করতে হবে। এরপর Photo Sketch Textures Group-এ যাবেন এবং তিনটি কালো টেক্সচারের সবগুলোর Opacity কমিয়ে ৩০%, ৬৮%, এবং ৩৩% করবেন যথাক্রমে।



দ্বিতীয় ধাপ
মূল ছবিটি আরও স্পষ্ট করতে Reveal Photo Layer সিলেক্ট করুন এবং একটি Soft Round Brush দিয়ে কালো Layer Mask-এর উপর সাদা রং পেইন্ট করবেন। যাতে করে মেয়েটিকে আবারও স্পষ্ট দেখা যায়। তার চেহারা স্পষ্ট করার বিষয়টি বিশেষভাবে খেয়াল করবেন যাতে আমরা পুরনো লেন্সের মাধ্যমে তোলা ছবির অনুরূপ তৈরি করতে পারি।



তৃতীয় ধাপ
এখন চলুন টেক্সচার নিয়ে কাজ করি। মূল টেক্সচারটি এত বেশি দানাদার যে এটাকে যে একটা পুরনো ছবির চেহারা দিতে হবে এই চিন্তা থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়। এটা কাটাতে হলে (একই সাথে একে নির্ভরযোগ্য রূপ দিতে হলে) আমাদের তিনটি Black Texture-এর লেয়ারগুলোর প্রত্যেকটিকে অস্পষ্ট করে দিতে হবে। কাজেই প্রত্যেকটি লেয়ার সিলেক্ট করুন এবং Filter > Blur > Gaussian Blur-এ যান এবং Radius ৩০ পিক্সেলে সেট করুন।



চতুর্থ ধাপ
ছবিটি যদি খুব বেশি অস্পষ্ট মনে হয় তাহলে Increase Subject Detail Layer থেকে Unhide the Visibility সিলেক্ট করুন। এতে ছবিটি মুহূর্তেই একটা তীক্ষ্ণ রূপ পাবে। কিন্তু ইতোমধ্যে আমরা যে কোমল একটা ভাব আনার চেষ্টা করছিলাম, যেটা ভিনটেজ ক্যামেরার ছবি তোলার ক্ষেত্রের গভীরতার অভাবের কারণে তৈরি হতো, তা হারিয়ে গেছে। কাজেই ছবিটির কিনারায় যেখানে যেখানে এই অস্পষ্ট ভাব আনতে চান সেখানে Layer Mask-এর উপর কালো রং পেইন্ট করে দিন।



৪। আপনার ছবিটিকে আরও পরিমার্জিত রূপ দিন
প্রথম ধাপ
সেরা কাজটি বের করে আনতে প্রতিটি Adjustment Layer নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকুন। এই ইফেক্টটি সম্পুরনভাবে আনতে আমরা এখন এই ছবিটি আরেকটু পুরনো ধাঁচের করার চেষ্টা করবো। প্রথমে Image > Canvas Size-এ যান এবং আপনার ক্যানভাসের Width এবং Height দুই জায়গাতেই আধা ইঞ্চি করে জায়গা বাড়িয়ে নিন।
মনে রাখবেন, পুরনো ছবি সত্যিকারের ছবিই যার বস্তুগত অস্তিত্ব আছে। আজকালকার যুগের ক্ষণস্থায়ী ডিজিটাল সেলফির মতো নয় এটি। এগুলোকে হার্ড ড্রাইভে স্ক্যান করে নেওয়া হয়েছে। কাজেই সেখানে বা অন্য যেখানেই আটকে দেওয়া হোক না কেন কাগজের সত্যিকারের ভাঁজের দাগ থাকবে। Background Color Layer-এর সাথে Clipping Mask হিসেবে একটি New Layer সেট করুন। এটিকে ট্যান কালার #b49564
দিয়ে Fill করুন। Opacity ২০%-এ নামিয়ে নিন, এবং Blend Mode-কে Multiply-তে সেট করুন।



দ্বিতীয় ধাপ
মেয়েটির চেহারা অস্পষ্ট করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করেছিলাম ঠিক সেই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড টেক্সচার অস্পষ্ট করে দিন। এরপর আপনার অ্যাকশন ব্রাশ প্যাকের মধ্য থেকে BG_0 এবং CH_3 ব্রাশ দুটো সিলেক্ট করুন। এখন এগুলো ব্যবহার করে ছবির কিনারার টেক্সচার কোমল করে নিন।



ওই একই ব্রাশগুলো দিয়ে মডেলটির চেহারা এবং চুলের টেক্সচারে পেইন্ট করে ফেলুন। কোন জায়গায় খুব বেশি পেইন্ট করে ফেললে Eraser Tool (E) দিয়ে তা মুছে ফেলুন।



তৃতীয় ধাপ
এখন চলুন কাজ করি আঁচড়ের দাগ নিয়ে! স্ক্র্যাচ রেফারেন্সটিকে একটি New Layer-এ Copy এবং Paste করুন। ছবিটিকে Desaturate করুন যাতে এটি সাদা কালো হয়ে যায় এবং Layer Blend Mode-টি Lighten হিসেবে সিলেক্ট করুন। যে কোন অপ্রয়োজনীয় জায়গা Eraser Tool (E) দিয়ে মুছে ফেলুন।



এই ছবির মডেলের চেহারা এবং শরীরের উপর আঁচড়ের দাগ রাখার ভাবনাটা আমার বেশ পছন্দ হয়েছে। কারণ আঁচড়ের দাগ বসানো বেশ কঠিন। কেউই তার ছবিতে আঁচড়ের দাগ দেখতে চায় না। কিন্তু এইটুকু ছলনাতেই আপনার আধুনিক ছবিটি নিমেষে হয়ে যাবে প্রাচীন কোন সময়ের বিশ্বাসযোগ্য সাক্ষী।
চতুর্থ ধাপ
আরেকটু কন্ট্রাস্ট ব্যবহার করে ইফেক্ট দেওয়ার কাজটি শেষ করে ফেলতে পারেন। Layer > New Adjustment Layer > Brightness and Contrast-এ যান এবং Contrast সেট করুন ২৫-এ।



ফলাফল কী হল দেখে নিন!
চূড়ান্ত পরিণতি
এই ভিনটেজ ছবি নতুন করে তৈরি করার সৌন্দর্য নির্ভর করে ছোটখাটো কিছু বিষয়ের উপর। এই খুঁটিনাটি নিয়ে কাজ করে বিশুদ্ধ ভাব আনার আগে ভিনটেজ ফটোশপ অ্যাকশন ব্যবহার পুরোদমে কাজ শুরু করুন।
কিছু রেফারেন্স সংগ্রহ করে কোন কোন বৈশিষ্ট্য আপনার ভালো লাগে তা নির্দিষ্ট করুন আর কিভাবে কাজ করতে চান তা ঠিক করুন। আরও ফটো ইফেক্টের জন্য নিচের টিউটোরিয়ালগুলো দেখে নিন।
- ফটোশপ অ্যাকশনসঅসাধারণ সব অ্যাকশন: তৈলচিত্রের ফটো ইফেক্ট তৈরি করার উপায়মেলোডি নাইভস
- ফটোশপ অ্যাকশনসফটোশপ অ্যাকশনের সাহায্যে ফটোগ্রাফ থেকে দ্রুত খসড়া স্কেচ তৈরি করার উপায়মেলোডি নাইভস
- ফটো ম্যানিপুলেশন৫০ টি চমৎকার সব ফটো ইফেক্ট টিউটোরিয়ালগ্র্যান্ট ফ্রিডম্যান
- ফটোশপ অ্যাকশনসঅ্যাডোবি ফটোশপের সাহায্যে কিভাবে ওয়েট গ্লাস অ্যাকশন তৈরি করবেনইন্দ্রনীল সাহা


