Advertisement
  1. Photo & Video
  2. Adobe Photoshop

অতীতের রীতিনীতি: পুরনো ধাঁচের ছবি তৈরি করার উপায়

Scroll to top
Read Time: 7 min
This post is part of a series called Photoshop Portraits.
How to Create a Floral Portrait Photo Manipulation in Adobe Photoshop
30 Top Comic Text & Cartoon Effects With Photoshop Actions

() translation by (you can also view the original English article)

Final product imageFinal product imageFinal product image
What You'll Be Creating

পুরনো ছবির আবেদনই আলাদা। এসব ছবি আমাদের এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয় যেই সময়ের অভিজ্ঞতাই আমাদের নেই। আবার সেই সময়ের ফটোগ্রাফিতে যে সৃষ্টিশীলতার উপকরণ ছিল সেগুলোও দেখতে পাওয়া যায়।

আর সেই পুরনো ছবির আদলে আপনার ছবিটিকে রূপান্তরিত করতে হলে টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়ার কথা ভাবতে হবে না আপনাকে। তার পরিবর্তে, সুনিপুণ পদ্ধতিতে ভিনটেজ ফটোশপ অ্যাকশন ব্যবহার করে ছবিতে পুরনো আমেজ আনার প্রাথমিক চেষ্টা করতে পারেন। এরপর কিছু বাড়তি সম্পাদনার পরেই আপনার কাজ শেষ হয়ে যাবে।

কিভাবে পুরনো ছবির আদলে আপনার ছবিটিকে সম্পাদনা করবেন তা জেনে নিন। নতুন নতুন ধারণা পেতে গ্রাফিক রিভার ঘুরে দেখে আসতে পারেন চাইলেই।

যা লাগবে

এই ইফেক্টটি তৈরি করতে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে।

ভিজ্যুয়াল ক্যুজ: অনুপ্রেরণার উৎস

বাস্তবসম্মত ফটো ইফেক্ট পেতে হলে ছবিটি সম্পর্কে কিছু তথ্য যোগার করার চাইতে ভালো কোন উপায় নেই। ফ্লিকারের ক্রিয়েটিভ কমন্স দেখে ফেলতে পারলে আপনি অনেক  নতুন নতুন ধারণা পাবেন আপনার কাজের জন্য। 

এখানে আমি তিনটি ভিন্ন ভিন্ন ভিনটেজ ছবি বাছাই করেছি কারণ এগুলোর প্রত্যেকটিতে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি আমার ছবির ইফেক্টে ব্যবহার করতে পারব।

আপনার ছবিতে কাজ শুরু করার আগে এই তিনটি রেফারেন্সে সম্পর্কে ভালভাবে যাচাই করে নিন। যেমন, প্রথম রেফারেন্সটি একটা সুন্দর গ্ল্যামার শট। তীব্র বৈপরীত্যের পাশাপাশি আমার চোখে বিশেষভাবে যা পড়েছে তা হল এই মডেল আর ছবিটির কিনারা দিয়ে মিনি দানাদার ভাব।

Vintage Reference 1Vintage Reference 1Vintage Reference 1

যে কোন ভিনটেজ ছবি তৈরি করতে হলে এমন টেক্সচার থাকলে একদম মানানসই হয়। তবে দ্বিতীয় আর তৃতীয় রেফারেন্সের ক্ষেত্রে ইফেক্ট তৈরি করার কাজে আমার চিন্তাশক্তি বাধাগ্রস্ত হয়ে যায়। 

More Vintage ReferencesMore Vintage ReferencesMore Vintage References

পুরনো ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে সাথে এগুলো জরাজীর্ণ হয়ে যায়। সময়ের ছাপ এভাবে আনতে হলে আঁচড় বা দাগ ফেলে অথবা রং পরিবর্তন করে করা যায়। সেপিয়া টোনটিও দেখতে পাওয়া যায় পুরনো ছবিগুলোতে: এই প্রক্রিয়ায় এক রঙা ছবিগুলোকে বিশেশভাবে রং করে সুন্দর করা হতো এবং সেই সাথে সেগুলো টেকসইও হতো।

কাজেই চলুন দেখি দানাদার ভাব, বস্তুগত নিদর্শন, এবং টোনিং এক করে কিছু করতে পারি কি না!

১। একটি ফটোশপ অ্যাকশন ইন্সটল করুন

প্রথম ধাপ

এই ইফেক্টটি তৈরি করার আগে অবশ্যই ফটোশপ অ্যাকশন ইন্সটল করে নিতে হবে। গ্রাফিক রিভার থেকে শুরুতেই ভিনটেজ ফটোশপ অ্যাকশন ডাউনলোড করে নিন। এরপর ফটোশপ ওপেন করুন অ্যান্ড Actions প্যানেলে যাওয়ার জন্য Window > Actions-এ যান।

Access the Actions PanelAccess the Actions PanelAccess the Actions Panel

উপরের ডান পাশের আইকনটি ক্লিক করুন এবং আপনার নতুন ডাউনলোড করা সফটওয়্যারটি প্যানেলে লোড করতে Load Actions সিলেক্ট করুন।

Load the Vintage Photoshop ActionLoad the Vintage Photoshop ActionLoad the Vintage Photoshop Action

দ্বিতীয় ধাপ

যেসব ফটোশপ অ্যাকশনে এই ধরণের সূক্ষ্ম ইফেক্ট তৈরি করা হয় সেখানে সাধারণত এটার মতোই ব্রাশ প্যাকও যুক্ত থাকে। কাজেই নিশ্চিত হয়ে নিন যে আপনি সেটিও লোড করেছেন। Window > Brush Presets-এ যান এবং ড্রপ-ডাউন অপশন থেকে Replace Brushes সিলেক্ট করুন। আপনার ব্রাশ রিপ্লেস করা হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন।

Preset Manager-এ আমাদের ব্রাশগুলো একবার দেখে নিন এখানে।

Vintage Photoshop Action BrushesVintage Photoshop Action BrushesVintage Photoshop Action Brushes

২। ভিনটেজ ফটোশপ অ্যাকশন অ্যাপ্লাই করুন

প্রথম ধাপ

আপনার ছবিতে অ্যাকশন অ্যাপ্লাই করা আসলে খুবই সহজ একটা কাজ। শুধু নিশ্চিত হয়ে নিন যে কিছু জিনিস জায়গামত রয়েছে। এমন একটি ছবি ফটোশপে ওপেন করুন যার Width অন্তত 1800 pixel, এই অ্যাকশনের এটি একটি অন্যতম শর্ত।  এখানে আমি এই উওম্যান স্টক ছবিটি ব্যবহার করবো কারণ এই কম্পোজিশন আর পোশাক আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

Asian Woman Stock From PixabayAsian Woman Stock From PixabayAsian Woman Stock From Pixabay
উওম্যান স্টক

দ্বিতীয় ধাপ

লকড Background Layer হিসেবে আপনার বাছাই করা ছবিটি রয়েছে কি না নিশ্চিত হয়ে নিন। এরপর একটি New Layer তৈরি করুন এবং ছবির যেখানে যেখানে ইফেক্ট দিতে চান সেখানে একটা Soft Round Brush দিয়ে Fill করতে থাকুন। আমি শুধুমাত্র মডেল আর ফুলটির দিকেই মনোযোগ দিবো। এটা অনেক নির্ঝঞ্ঝাট একটা পদ্ধতি যেহেতু যে কোন পারিপার্শ্বিক বিক্ষেপ এড়িয়ে আমি পোর্ট্রেইট ফটোগ্রাফির ভিনটেজ রীতিনীতির দিকেই শুধু মনোযোগ দিতে পারব।

Create the Action Layer MaskCreate the Action Layer MaskCreate the Action Layer Mask

তৃতীয় ধাপ

আপনি কাজের জন্য প্রস্তুত হয়ে গেলে brush layer সিলেক্ট করে Actions প্যানেলে Play চালু করে দিন। আপনার অ্যাকশনটিকে কাজ করার জন্য কয়েক মিনিট সময় দিন। কারণ এটি ইফেক্ট সম্পূর্ণ করার পাশাপাশি প্রয়োজনীয় সমন্বয় সাধন করে নতুন একটি অ্যাকশন গ্রুপ তৈরি করে। কাজ শেষ হয়ে গেলে যে চিত্রটি দাঁড়ায় তা দেখে নিন।

Initial Vintage Action ResultInitial Vintage Action ResultInitial Vintage Action Result

আশানুরূপ হয়নি? কোন ব্যাপার না! পরবর্তী ধাপগুলোতে আমরা এটা ঠিক করে ফেলব।

৩। ফটোশপ অ্যাকশনের ফলাফল এডিট করুন

প্রথম ধাপ

আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি এখন খানিকটা গোলমেলে হয়ে গেছে। আমাদের মনমতো ইফেক্ট পেতে এটাকে পরিষ্কার করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই নোংরা বিধ্বংসী ভাবটা দূর করতে হবে। এটার কারণে আমাদের ছবিটিকে একটা ভিনটেজ ছবির বদলে চিরাচরিত আর্ট ইফেক্ট দেওয়া ছবি মনে হচ্ছে।

প্রথমে, Edge Lines Groups এবং Color Options-এর Visibility Hide করতে হবে। এরপর Photo Sketch Textures Group-এ যাবেন এবং তিনটি কালো টেক্সচারের সবগুলোর Opacity কমিয়ে ৩০%, ৬৮%, এবং ৩৩% করবেন যথাক্রমে।

Adjust the Black Texture OpacityAdjust the Black Texture OpacityAdjust the Black Texture Opacity

দ্বিতীয় ধাপ

মূল ছবিটি আরও স্পষ্ট করতে Reveal Photo Layer সিলেক্ট করুন এবং একটি Soft Round Brush দিয়ে কালো Layer Mask-এর উপর সাদা রং পেইন্ট করবেন। যাতে করে মেয়েটিকে আবারও স্পষ্ট দেখা যায়। তার চেহারা স্পষ্ট করার বিষয়টি বিশেষভাবে খেয়াল করবেন যাতে আমরা পুরনো লেন্সের মাধ্যমে তোলা ছবির অনুরূপ তৈরি করতে পারি।

Reveal the Original PhotoReveal the Original PhotoReveal the Original Photo

তৃতীয় ধাপ

এখন চলুন টেক্সচার নিয়ে কাজ করি। মূল টেক্সচারটি এত বেশি দানাদার যে এটাকে যে একটা পুরনো ছবির চেহারা দিতে হবে এই চিন্তা থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়। এটা কাটাতে হলে (একই সাথে একে নির্ভরযোগ্য রূপ দিতে হলে) আমাদের তিনটি Black Texture-এর লেয়ারগুলোর প্রত্যেকটিকে অস্পষ্ট করে দিতে হবে। কাজেই প্রত্যেকটি লেয়ার সিলেক্ট করুন এবং Filter > Blur > Gaussian Blur-এ যান এবং Radius ৩০ পিক্সেলে সেট করুন।

Blur the Texture Layers with Gaussian BlurBlur the Texture Layers with Gaussian BlurBlur the Texture Layers with Gaussian Blur

চতুর্থ ধাপ

ছবিটি যদি খুব বেশি অস্পষ্ট মনে হয় তাহলে Increase Subject Detail Layer থেকে Unhide the Visibility সিলেক্ট করুন। এতে ছবিটি মুহূর্তেই একটা তীক্ষ্ণ রূপ পাবে। কিন্তু ইতোমধ্যে আমরা যে কোমল একটা ভাব আনার চেষ্টা করছিলাম, যেটা ভিনটেজ ক্যামেরার ছবি তোলার ক্ষেত্রের গভীরতার অভাবের কারণে তৈরি হতো, তা হারিয়ে গেছে। কাজেই ছবিটির কিনারায় যেখানে যেখানে এই অস্পষ্ট ভাব আনতে চান সেখানে Layer Mask-এর উপর কালো রং পেইন্ট করে দিন।  

Blur the Edges of the PhotoBlur the Edges of the PhotoBlur the Edges of the Photo

৪। আপনার ছবিটিকে আরও পরিমার্জিত রূপ দিন

প্রথম ধাপ

সেরা কাজটি বের করে আনতে প্রতিটি Adjustment Layer নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকুন। এই ইফেক্টটি সম্পুরনভাবে আনতে আমরা এখন এই ছবিটি আরেকটু পুরনো ধাঁচের করার চেষ্টা করবো। প্রথমে Image > Canvas Size-এ যান এবং আপনার ক্যানভাসের Width এবং Height দুই জায়গাতেই আধা ইঞ্চি করে জায়গা বাড়িয়ে নিন।

মনে রাখবেন, পুরনো ছবি সত্যিকারের ছবিই যার বস্তুগত অস্তিত্ব আছে। আজকালকার যুগের ক্ষণস্থায়ী ডিজিটাল সেলফির মতো নয় এটি। এগুলোকে হার্ড ড্রাইভে স্ক্যান করে নেওয়া হয়েছে। কাজেই সেখানে বা অন্য যেখানেই আটকে দেওয়া হোক না কেন কাগজের সত্যিকারের ভাঁজের দাগ থাকবে। Background Color Layer-এর সাথে Clipping Mask হিসেবে একটি New Layer সেট করুন। এটিকে ট্যান কালার #b49564 দিয়ে Fill করুন। Opacity ২০%-এ নামিয়ে নিন, এবং Blend Mode-কে Multiply-তে সেট করুন।

Add the Photo Paper EdgesAdd the Photo Paper EdgesAdd the Photo Paper Edges

দ্বিতীয় ধাপ

মেয়েটির চেহারা অস্পষ্ট করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করেছিলাম ঠিক সেই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড টেক্সচার অস্পষ্ট করে দিন। এরপর আপনার অ্যাকশন ব্রাশ প্যাকের মধ্য থেকে BG_0 এবং CH_3 ব্রাশ দুটো সিলেক্ট করুন। এখন এগুলো ব্যবহার করে ছবির কিনারার টেক্সচার কোমল করে নিন।

Smooth Out Photo EdgesSmooth Out Photo EdgesSmooth Out Photo Edges

ওই একই ব্রাশগুলো দিয়ে মডেলটির চেহারা এবং চুলের টেক্সচারে পেইন্ট করে ফেলুন। কোন জায়গায় খুব বেশি পেইন্ট করে ফেললে Eraser Tool (E) দিয়ে তা মুছে ফেলুন।

Paint More TexturePaint More TexturePaint More Texture
এখানে দেখে নিন এডিট করার আগের এবং পরের ছবি। পার্থক্যটা খুবই সামান্য তবে সবশেষে অনেক বৈশিষ্ট্যই এখানে ফুটে উঠেছে।

তৃতীয় ধাপ

এখন চলুন কাজ করি আঁচড়ের দাগ নিয়ে! স্ক্র্যাচ রেফারেন্সটিকে একটি New Layer-এ Copy এবং Paste করুন। ছবিটিকে Desaturate করুন যাতে এটি সাদা কালো হয়ে যায় এবং Layer Blend Mode-টি Lighten হিসেবে সিলেক্ট করুন। যে কোন অপ্রয়োজনীয় জায়গা Eraser Tool (E) দিয়ে মুছে ফেলুন

Add Scratches to the PhotoAdd Scratches to the PhotoAdd Scratches to the Photo

এই ছবির মডেলের চেহারা এবং শরীরের উপর আঁচড়ের দাগ রাখার ভাবনাটা আমার বেশ পছন্দ হয়েছে। কারণ আঁচড়ের দাগ বসানো বেশ কঠিন। কেউই তার ছবিতে আঁচড়ের দাগ দেখতে চায় না। কিন্তু এইটুকু ছলনাতেই আপনার আধুনিক ছবিটি নিমেষে হয়ে যাবে প্রাচীন কোন সময়ের বিশ্বাসযোগ্য সাক্ষী।

চতুর্থ ধাপ

আরেকটু কন্ট্রাস্ট ব্যবহার করে ইফেক্ট দেওয়ার কাজটি শেষ করে ফেলতে পারেন। Layer > New Adjustment Layer > Brightness and Contrast-এ যান এবং Contrast সেট করুন ২৫-এ।

Brightness and Contrast Adjustment LayerBrightness and Contrast Adjustment LayerBrightness and Contrast Adjustment Layer

ফলাফল কী হল দেখে নিন!

চূড়ান্ত পরিণতি

এই ভিনটেজ ছবি নতুন করে তৈরি করার সৌন্দর্য নির্ভর করে ছোটখাটো কিছু বিষয়ের উপর। এই খুঁটিনাটি নিয়ে কাজ করে বিশুদ্ধ ভাব আনার আগে ভিনটেজ ফটোশপ অ্যাকশন ব্যবহার পুরোদমে কাজ শুরু করুন।

কিছু রেফারেন্স সংগ্রহ করে কোন কোন বৈশিষ্ট্য আপনার ভালো লাগে তা নির্দিষ্ট করুন আর কিভাবে কাজ করতে চান তা ঠিক করুন। আরও ফটো ইফেক্টের জন্য নিচের টিউটোরিয়ালগুলো দেখে নিন।

How to Make an Old Photo Effect Photoshop TutorialHow to Make an Old Photo Effect Photoshop TutorialHow to Make an Old Photo Effect Photoshop Tutorial

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Photo & Video tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.