Unlimited AE and Premiere Pro templates, videos & more! Unlimited asset downloads! From $16.50/m
Advertisement
  1. Photo & Video
  2. Inspiration

ঈভা: তাঞ্জবার

by
Read Time:2 minsLanguages:

Bengali (বাংলা) translation by Syeda Nur-E-Royhan (you can also view the original English article)

Two couple dancingTwo couple dancingTwo couple dancing
তান্সবার: ঈভা (এলস সিমন), সার্কা ১৯৩০।

জার্মান আভাঁ-গাঁর্দের অগ্রদূত

টিনা মডোটি'র মতোই, সমসাময়িক ঈভা'র তোলা ছবি ফটোগ্রাফির জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

"১৯২০ এবং ১৯৩০ এর দশকে, ঈভা বার্লিনে কয়েকজন সাগরেদ কর্মী নিয়ে একটি উদীয়মান স্টুডিও পরিচালনা করতেন। তার মধ্যে একজন ছিলেন হেলমুট নিউটন। ঈভা'র তোলা ফটোগ্রাফ প্রকাশিত হয়েছিলো বেশ কিছু নামী দামী ম্যাগাজিনে এবং এখনও এই ফটোগ্রাফগুলি জার্মান আভাঁ-গাঁর্দের ধারাকে অনুপ্রাণিত করে বলে ধরা হয়।" - বার্লিনের ইহুদী জাদুঘর

ঈভা ২৫ বছর বয়সে তার স্টুডিওতে কাজ শুরু করেন। তিনি ১৯৩০ দশকের শুরুতেই বার্লিনের সেরা ফটোগ্রাফারদের একজন হিসেবে পরিচিতি লাভ করেন। বিজ্ঞাপন আর ফ্যাশনের জগতে তার সৃষ্টিশীল দৃষ্টির চাহিদা অনেক বেশি ছিল। তার তোলা ছবি নিয়মিত ভিত্তিতে ইউএইচইউ নামের তরুণী নারীদের জন্য প্রকাশিত একটি ম্যাগাজিনে এবং ডি ডেম নামের একটি ফ্যাশন ম্যাগাজিনে ছাপা হতো।

১৯৩৮ সালে ঈভা'র কাজের উপর নিষেধাজ্ঞা জারি হয়। ১৯৪২ সালে তিনি গ্রেফতার হন এবং তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানে তিনি গণহত্যার শিকার হন। ২৯৪৩ সালে তার সমস্ত কাগজ এবং জিনিসপত্রের দুই তৃতীয়াংশ বাজেয়াপ্ত করা হয়, এবং সেগুলো আগুনে পুড়ে যায়।

তাঞ্জবার

এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে নৃত্যরত এক জোড়া দম্পতিকে দেখা যাচ্ছে। তাঞ্জবার অর্থ হচ্ছে "নাচের উপযোগী", "ছন্দময়", অথবা "নৃত্যালয়"।

এই ছবির অসংখ্য জিনিস আমার ভালো লাগে। প্রথমত, এর আকৃতি। এখানে কোমল ভঙ্গিমা আর তীক্ষ্ণ রেখার সম্মিলন আমাকে দারুণভাবে আকর্ষণ করে। কাঁধের ওপর রাখা হাত, নিম্নগামী গ্রীবা, সবকিছু। এর গ্রন্থনবিন্যাসও আমার খুব পছন্দের। কোমল ত্বক, একটি রুক্ষ কোট পরনে, সাটিন কাপড়। চুল। দুই দম্পতির নাচের এই পুনরাবৃত্তি আমার খুব পছন্দ। যদিও আমাদের প্রত্যেকের মনোযোগ সামনের জুটির প্রতি নিবদ্ধ, তবে পিছনের জুটিটি এই ছবিতে স্থান, মাত্রা এবং অনুষঙ্গ প্রদান করে। ঈভা'র চমৎকার গাঁথুনির ফলে, আমার দৃষ্টি অনায়াসে পুরো ছবিটা জুরে যাতায়াত করতে পারে, কোথাও দৃষ্টি আটকে যায় না।

তবে এখানে যে বিষয়টা আমি সবচাইতে বেশি ভালোবাসি তা হল, অন্তরঙ্গতা ও সম্পর্কের অনুভূতি। এটি একটি স্থানের, একটি নৃত্যের, একটি আলিঙ্গনের ছবি। কিন্তু একই সাথে এটি বিশ্বজনীন। এটি যেন পৃথিবীর সমস্ত নৃত্য, সমস্ত প্রেমীর সব জায়গার ছবি। বিষয়বস্তু, ফটোগ্রাফার, এবং মুহূর্তের কী চমৎকার সম্মিলন।

ঈভা সম্পর্কে আরও জানতে

ডেইজড-এ একটা দারুণ বিবরণ রয়েছে। তাঞ্জবার দ্যা মেট-এ সহজেই খুঁজে পাবেন। আর, আধুনিকতার চর্চা: ওয়েইমার রিপাবলিকে নারীদের সৃষ্টিশীলতা'য় ঈভা সম্পর্কে চমৎকার একটি অধ্যায় রয়েছে।

একই ধরনের আরও কয়েকজন ফটোগ্রাফার

Advertisement
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.