1. Photo
  2. Editing & Post-Processing
  3. Image Correction

৬০ সেকেন্ডে নন ডেস্ট্রাক্টিভ ফটো এডিটিং

Scroll to top
Read Time: 1 min
This post is part of a series called 60 Second Video Tutorials.
How to Use Blend If in Adobe Photoshop in 60 Seconds
Adobe Photoshop in 60 Seconds: The Blur Gallery
This post is part of a series called Adobe Photoshop in 60 Seconds.
Photoshop in 60 Seconds: Photo Retouching With Actions
Adobe Camera Raw in 60 Seconds

() translation by (you can also view the original English article)

নন ডেস্ট্রাক্টিভ এডিটিং একটা পাওয়ারফুল টেকনিক। এর মাধ্যমে ছবির অরিজিনাল কোয়ালিটি বজায় থাকে। তাই আপনি আগে পরে সব রকমের এডিট করেও ছবি প্রিজার্ভ করতে পারবেন। জেনে নিন কিভাবে নন ডেস্ট্রাক্টিভ এডিটিং করতে হয় মাত্র ৬০ সেকেন্ডে।

ডেস্ট্রাক্টিভ বনাম নন ডেস্ট্রাক্টিভ পোস্ট প্রোডাকশন ওয়ার্কফ্লো

অ্যাডোবি ফটোশপের মত রাস্টার বেইজড এডিটিং প্রোগ্রাম দিয়ে দুইভাবে ছবি এডিট করা যায়। ডেস্ট্রাক্টিভ ও নন ডেস্ট্রাক্টিভ। ডেস্ট্রাক্টিভ এডিটিং এ ছবির পিক্সেল ভ্যালু ওভাররাইড করে ফেলা হয়, তাই পরে আর সেটা রিকভার করা যায় না। নন ডেস্ট্রাক্টিভ এডিটিং অ্যাডজাস্টমেস্ট লেয়ার ব্যবহার করে হয়, ফলে স্মার্ট অব্জেক্টের মাধ্যমে ইমেজের অরিজিনাল ডাটা সংরক্ষিত থাকে।

উপরে এই স্ক্রিনকাসের ছবিটি দেখুন স্যাচুরেশন বাড়ানোর একটি উপায় হচ্ছে Adjustment মেনু থেকে Hue/Saturation সিলেক্ট করা। স্যাচুরেশন বাড়িয়ে OK ক্লিক করা। এভাবে করলে সেটা হচ্ছে ডেস্ট্রাক্টিভ এডিটিং, কারণ একবার সেভ করে নিলে সেটা আর আনডু করার কোন উপায় থাকে না। মেনে নিতে হবে, অথবা আমার প্রথম থেকে এডিটিং শুরু করতে হবে। এই হচ্ছে ডেস্ট্রাক্টিভ এডিটিং এর উদাহরণ। চেঞ্জ গুলো ইমেজে পাকাপাকি হয়ে বসে যায়।

এই Hue/Saturation এডিট নন ডেস্ট্রাক্টিভ উপায়ে করার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করা যায়। আবারও, স্যাচুরেশন বাড়ান। কিন্তু এইবার, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট আন সিলেক্ট করে আগে পরে করার উপায় আছে। আর Layer Mask এর কারণে আসল ছবির কোন ক্ষতি হয়না।

সম্ভব হলে, এদিটিং নন ডেস্ট্রাক্টিভ উপায়ে করা উচিৎ। এই টেকনিকে কাজ করা বেশি ফ্লেক্সিবল ও প্রফেশনাল।

৬০ সেকেন্ড?!

এটা টুটস+ এর কুইক ভিডিও টিউটোরিয়ালের একটা অংশ। এখানে বিভিন্ন স্কিল ও প্রযুক্তির সূচনা মাত্র ৬০ সেকেন্ডে শেখানো হয়। কেমন লাগলো তা আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন!


Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Photo tutorials. Never miss out on learning about the next big thing.
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.