৬০ সেকেন্ডে কিভাবেঃ এডোবি ফটোশপ লাইটরুমে ইমেজ সেটিংসমূহ সুসংগত করবেন
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
অ্যাডোবি লাইটরুম হচ্ছে এক গুচ্ছ টুলসের সমন্বয়ে একটি সহজ প্যাকেজ সফটওয়্যার। এটাতে আছে একটি ফটো অরগানাইজার ও এডিটর, সাথে সাথে আপনার ইমেজগুলো সমন্বয় ও সংশোধন করার প্রয়োজনীয় টুলসমূহ। এক গুচ্ছ ইমেজ একত্রে সম্পাদনা করা, অতি দ্রুত বড় বড় শুট সমূহ সম্পাদনা করে সময় বাঁচাতে লাইটরুম একটি অনন্য সমাধান।
একই সেটিংসমূহ বারবার প্রয়োগ করার পরিবর্তে, আপনি চাইলে এডোবি লাইটরুমে ইমেজ সেটিংসমূহ সুসংগত করে রাখতে পারেন। চলুন, দেখে নেই কীভাবে। এতে করে ছবি সম্পাদনায় আপনার অনেক কম সময় খরচ হবে এবং ছবি শুট করার জন্য আরো সময় পাবেন।
৬০ সেকেন্ডে সেটিংসমূহ সুসংগত করা
নিচের স্ক্রিনকাস্টে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার সম্পাদনাগুলো সুসংগত(sync) করবেন। এটা অনেকটা এক ছবির সম্পাদনা কপি পেস্ট করে আরেক ছবিতে প্রয়োগ করার মত। এখানে আপনি দেখবেন কীভাবে একই সমন্বয় ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে বেশ কিছু ইমেজ তৈরি করতে হয়।

ফিচারড লাইটরুম প্রিসেটসমূহ
এক ক্লিকে ইমেজ-সম্পাদনা
লাইটরুম প্রিসেটসমূহ হচ্ছে আগে থেকেই তৈরি করা কয়েক সেট ইমেজ সমন্বয়ক। অন্যান্য ফটোগ্রাফারের প্রিসেট ব্যবহার করেও আপনি আপনার ইমেজ সমন্বয় করে নিতে পারেন।
শুরুতে একটি প্রিসেট আপনাকে দারুনভাবে সাহায্য করবে যখন, আপনি জানেন না কোন দিক থেকে ছবি তুলতে হবে। এমনকি আপনি এগুলো প্রয়োগ করার সময় স্লাইডারগুলি সরানোর উপায় সম্পর্কে অধ্যয়ন করার মাধ্যমে কীভাবে সৃজনশীলভাবে আপনার চিত্রগুলি সমন্বয় করবেন সে সম্পর্কে আরো জানতে ও তাদের ব্যবহার করতে পারেন।
এই সব প্রিসেটগুলো এনভেটো এলিমেন্টের সাবস্ক্রিপশনের একটি অংশ হিসাবে উপলব্ধ আছে:
শাইনিপিক্সেল নির্মিত মনোক্রমেটিক ভলিউম ৩



এই প্যাকেজটি শুধুমাত্র "কালো এবং সাদা" এর চেয়ে দেখতে ভালো দেখায়। এই প্রিসেটগুলি কিছুটা একরঙ্গা গাড় রঙের প্রয়োগ করে থাকে যা সাধারন সাদা-কালো ছবির চেয়ে আলাদা ও স্বতন্ত্র হয়ে থাকে।
প্রিসেটওয়ার্কস নির্মিত এডিটোরিয়াল কালেকশন ভলিউম ২



এই প্রিসেটগুলো এমন কিছু স্টাইলের অনুকরনে তৈরি যা আপনি সাধারণত GQ অথবা Vogue এর মত ম্যাগাজিনসমূহে দেখতে পাবেন। এই সংগ্রহে অনেকগুলো স্টাইল থাকলেও আপনার ছবিকে আকর্ষণীয় স্টাইলে রুপান্তরিত করতে সাহায্য করবে।
প্রেসিট্রেইন নির্মিত ফোকলোর



ফোকলোর হচ্ছে সাধারন উদ্দেশ্যে তৈরি করা আরেকটি প্যাক যাতে বেশ কিছু ইউনিক স্টাইল আছে, যা ছবির চেহারাকে পালটে দিতে সক্ষম। ধীরে ধীরে হালকা হয়ে যাওয়া ইফেক্ট থেকে শুরু করে ক্রস-প্রসেসিং, এই ইমেজ দিয়ে আপনি আপনার গতানুগতিক ছবি সম্পাদনা থেকে বের হয়ে আসতে সক্ষম হবেন।
শিখতে থাকুন
Enveto Tuts+ এ টিউটোরিয়ালের একটি লাইব্রেরি রয়েছে যা আপনাকে অ্যাডোবি লাইটরুম শিখতে সাহায্য করবে। আপনার ইমেজ লাইব্রেরি সুষ্ঠভাবে পরিচালনার জন্য এমন একটি সিস্টেম থাকা অবশ্যই দরকারী।
লাইটরুমের ব্যবহার সম্পর্কে আরও জানতে নীচের কিছু টিউটোরিয়াল দেখুন:
- পোস্ট-প্রসেসিংব্যাচ প্রসেসিংয়ের মাধ্যমে ফটোশপ ও লাইটরুমে দ্রুতগতিতে কাজ করুনএন্ড্রু চিল্ড্রেস
- ফটোগ্রাফি৬০ সেকেন্ডে কীভাবেঃ এডোবি ফটোশপ লাইটরুমে ছবির ত্রুটি সারাবেনএন্ড্রু চিল্ড্রেস
- এডোবি লাইটরুম৬০ সেকেন্ডে এডোবি ফটোশপ লাইটরুমএন্ড্রু চিল্ড্রেস
- ফটোগ্রাফি৬০ সেকেন্ডে কীভাবে: এডোবি ফটোশপ লাইটরুমে একটি ছবিকে পুনঃনামকরণএন্ড্রু চিল্ড্রেস
