কিভাবে মাত্র ৬০ সেকেন্ডে সনি ভেগাস প্রো ব্যবহার শিখবেন
Bengali (বাংলা) translation by Mrittika W (you can also view the original English article)
৬০ সেকেন্ডে সনি ভেগাস প্রো
সনি ভেগাসের ১৩তম ভার্সন সনি ভেগাস প্রো যদিও এটার নন লিনিয়ার এডিটর হিসেবে জনপ্রিয়তা কম, কিন্তু এটা বেশ শক্তিশালী ও ভালো অ্যাপ।
এতে স্ট্যান্ডার্ড 4k ও 3D অপশন রয়েছে। সনি ভেগার প্রো মাল্টিপল ফাইল ফরম্যাট একই সেশনে দক্ষভাবে হ্যান্ডেল করে। এতে ওয়ার্কিং টাইম কমে। তাই সম্পুর্ন প্রজেক্ট এই এক অ্যাপ দিয়েই সম্পূর্ণ করা সম্ভব।
আর শুধু ম্যাক না। এটা উইন্ডোজের জন্যও আছে। তাই অনেকের জন্যই এই অ্যাপটি ব্যবহার করা সুবিধাজনক হবে।
সনি ভেগাস প্রো ইউজার ফ্রেন্ডলি এবং ইনটুইটিভ। এটা ফিল্মের সফিস্টিকেশন বাড়িয়ে তোলে।
বিস্তারিত
ভিডিও এডিটিং সম্পর্কে আরও জানুন টুটস+ এঃ
-
অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং এ হাতেখড়ি
- এই কোর্সে, ডেভিড বোড অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অল্টারিং, ট্রিমিং, অ্যাডজাস্টিং শেখাবেন
-
অ্যাডোবি ফটোশপে ভিডিও এডিটিং
কার্ক নেলসন এখানে অ্যাডোবি ফটোশপের ফিচারগুলো শেখাবেন। -
ইয়ে! ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক?
মিউজিক ভিডিও এডিটিং এর অনেক বড় একটা পার্ট। এই টিউটোরিয়ালে শ্রুতি শেখর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার শিখাবেন।
কোর্স দেখুন

সনি ভেগাস প্রো তে ভিডিও এডিটিং ডিভিও এডিটিং এর বেসিক শেখার জন্য একটা চমৎকার কোর্স। এটাতে আমরা একটা শর্ট ট্রাভেল ভিডিও এডিট করব।
৬০ সেকেন্ড?!
এটা টুটস+ এর কুইট ভিডিও সিরিজের একটি অংশ সেখানে আমরা বিভিন্ন বিষয়ের সূচনা মাত্র ৬০ সেকেন্ডে দিয়ে থাকি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন!
