ভিডিও কালার কারেকশন কি? কিভাবে এডোবি প্রিমিয়ারে কাজ শুরু করবেন
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)

সদ্য তোলা ভিডিও ফুটেজে কখনোই রংয়ের ভারসাম্য ঠিক থাকেনা। এই ভিডিওটিকে চূড়ান্ত ভিডিও ফুটেজ এ রুপান্তরিত করতে আপনাকে হোয়াইট ব্যালেন্স এবং টোন সেটিংস নিয়ে কাজ করতে হবে। এই সেটিংসগুলো আপনার ভিডিও ফুটেজের সামগ্রিক রঙ এবং ভিডিওটি দেখতে কেমন দেখাবে তা নিয়ন্ত্রণ করে।
অ্যাডোবি প্রিমিয়ারে আপনার ভিডিওর রং সংশোধন করার জন্য বিল্ট-ইন টুল সমূহ আছে। উপরোক্ত ভিডিওতে আমি রঙ সংশোধনের গুরুত্ব ব্যাখ্যা করেছি এবং কিভাবে আপনি প্রিমিয়ারে এটি প্রয়োগ করতে পারবেন, সেসম্পর্কে বিস্তারিত দেখিয়েছি।



সম্পূর্ণ কোর্স দেখুন
আমরা মাত্র শুরু করলাম। এই পাঠটি আসলে কিভাবে এডোবি প্রিমিয়ার দিয়ে রং সংশোধন করবেন, এই কোর্সের মাত্র একটি অংশ।
আপনার কাজ অথবা স্কুল প্রজেক্ট এর জন্য হয়তোবা কোন ভিডিও সম্পাদনা করা প্রয়োজন হতে পারে। যদি আপনি ভিডিও সম্পাদনা শেখার পেছনে অতিরিক্ত সময় ব্যয় করতে না চান, তবে এই কোর্সটি আপনাকে সর্বাধিক সাহায্য করবে। ঘন্টার পর ঘন্টা কোনো অ্যাপ্লিকেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পরিবর্তে এই কোর্স দিয়ে কিভাবে রং সংশোধন করতে হবে তা খুব সহজেই শিখে নিতে পারেন।
এনভেটো এলিমেন্টসের সাবস্ক্রিপশনের সাথে সাথে আপনি এই কোর্সটি এখনই শুরু করতে পারেন। মাত্র একটি সর্বনিম্ন মাসিক ফী তে আপনি শুধু এই কোর্সটি নয় বরং ১০০০ কোর্সের সম্পূর্ণ লাইব্রেরী থেকে যেকোনো কোর্স করতে পারবেন।
প্রিমিয়ার সম্পর্কে আরও জানার জন্য এই পাঠগুলো পড়তে পারেন:
- অ্যাডোবি প্রিমিয়ার প্রো১০০ ফ্রি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাড-অন: প্রিসেট, টেমপ্লেট এবং প্লাগইনএনভেটো মার্কেট
- রঙকিভাবে এডোবি আফটার ইফেক্ট ও প্রিমিয়ার প্রোতে LUTs তৈরি করবেনচার্লস ইয়েগার
- চলচ্চিত্রবিনামূল্যে জন্য আপনার ফুটেজ সঙ্গে ফিল্ম দেখুন তৈরি করুন কিভাবেচার্লস ইয়েগার
- ভিডিওভিডিও সম্পাদনার ভিত্তি: কিভাবে এডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও শটের অনুক্রম তৈরি করবেনডেভিড বড